ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা জোহরের নামাজ আদায় করেন। পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কিন্তু কোন ধরনের সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা ঢাকা – সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে পিকেটিং করেছে ।
কোথাও কোথাও গাছ ফেলে ও কাগজ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে হরতাল সমর্থকরা। মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে বড় ধরনের শোডাউন করে দিনব্যাপী বিক্ষোভ মিছিল করেন হেফাজত কর্মীরা।
দুপুরে ঢাকা – সিলেট মহাসড়কে জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে তাদের। সারাদিন কোন যানবাহন চলাচল করেনি। তবে বিকেল ৪টার পর থেকে ধিরে ধিরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। মাধবপুর উপজেলা হেফাজত ইসলাম এর নেতা সিরাজুল ইসলাম বলেন, সাধারন মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা ৪টার পর থেকে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি।