কুড়িগ্রামে সাংবাদিক লেখক আব্দুল খালেক ফারুকের লেখা তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) দুপুরে কুড়িগ্রামের উন্নয়ন মেলায় বই তিনটি মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এ প্রকাশিত গ্রন্থ তিনটি হলো-উপন্যাস ‘বেকারের চিঠি’ গল্পগ্রন্থ ‘লকডাউন’ ও মুক্তিযুদ্ধের কিশোর গল্পগ্রন্থ ‘মিলিটারি ক্যাম্পে গুপ্তচর’। এর আগে তাঁর আরো ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলা, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম খবর এর সম্পাদক ছানালাল বকশি,সিটি নিউজ ঢাকা এর জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক স্থানীয় শিল্প সংস্কৃতির বিকাশে স্থানীয় লেখকদের বই পড়ার ও পৃষ্ঠপোষকতা দেয়ার উপর গুরুত্বরোপ করেন।