রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২ টায় মহেশখালী পৌরসভা সিকদার পাড়া এলাকার জকরিয়ার পূত্র সালাহ উদ্দিনের প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়ছে বলে নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই। উদ্ধার করা ইয়াবার মূল্যে প্রায় ৯ কোটি টাকা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতরাত ২টার দিকে মহেশখালী পৌরসভার মেয়রের কার্যালয়ের পাশে গুলাগুলির খবর পেয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই এর নেতৃত্বে ঘটনাস্থলে যায় একদল পুলিশ। পরে গুলাগুলির ঘটনার অনুসন্ধান করতে গিয়ে সন্দেহভাজন সালাহ উদ্দিন নামে এক ব্যক্তির সন্ধান করতে থাকে পুলিশ। ঘটনার কিছুক্ষন পর সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে তার গ্যারেজে যায় পুলিশ। ঘটনাস্থলে এসে দেখা যায় গ্যারেজে আগুল জলতেছে। সেটা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভায়। এসময় গ্যারেজে পুড়ে যাওয়া প্রাইভেট কারের পিছনের বক্স থেকে অক্ষত অবস্থায় ৪ লাখ ২ হাজার ইয়াবা ও আংশিক পুড়ানো অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ মোট ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। তবে কে বা কারা গ্যারেজে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারিনি পুলিশ।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার এটি। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত আছে তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।