কয়েক বছর ধরে নববর্ষকে আনন্দমুখর করতে বৈশাখী ভাতা দিচ্ছে সরকার। আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এই ভাতা প্রদান করা হবে ।
অর্থ বিভাগের উপসচিব মো. হেলাল উদ্দীন এ তথ্য জানিয়ে বলেন, ‘বৈশাখী ভাতা বেতনের সঙ্গে দেয়া হবে না, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা আলাদা আলাদা ভাবে দেয়া হয়।’
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালু হয়। এটি কার্যকর হয় ওই বছরের ১ জুলাই থেকে। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে।