জমি নিয়ে বিরোধ ছিল দুই ভাইয়ের। এর জেরেই কথা কাটাকাটি হয় দুজনের। এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস, বড় ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে গুরুতর জখম হন বড় ভাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (৩১ মার্চ) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নের ফুলাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান।
জানা যায়, বুধবার ইউনূস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও ইলিয়াস মিয়া (৩৫) জমি নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস বড় ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। এর পর রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তার মৃত্যু হয়।
এদিকে জাহাঙ্গীরের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকার লোকজন ঘাতক ছোট ভাই ইলিয়াস ও তার স্ত্রী আলেয়া বেগম (২৫), বোন রুমি (৩০) ও মা সুফিয়া বেগমকে (৫০) আটক করে পুলিশকে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় আট জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।