মাদারীপুর কালকিনিতে তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মিন্টু গাজীর ছেলে আরাফাত গাজী (২২) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালকিনি থেকে মোটরসাইকেল যোগে বরিশালের দিকে যাচ্ছিলেন আরাফাত ও তুহিন। তারা পান্তাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত হোসেন। অপর আরোহী তুহিন ফকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক লরিটি আটক করেছে।
এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, 'লরিটি আটক করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ রয়েছে। বিক্ষুব্ধরা কিছু সময় মহাসড়ক অবরোধ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।'