দেশে চলমান লকডাউনের মধ্যেই চালু হলো গণপরিবহন। অফিসগামী যাত্রীদের দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত সোমবার (৫ এপ্রিল) থেকে এক নির্দেশনার মাধ্যমে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। যা বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের শর্তে বুধবার (৭ এপ্রিল) দু’দিন পর আবার চালু করা হলো।
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।।
আরো পড়ুন
গণপরিবহন ভাড়া আগের ন্যায় না ফিরলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
সংস্থাটির পরিচালক ইঞ্জি. শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।