নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘গোপন’ বৈঠকের সময় হেফাজতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় একটি মাদ্রাসায় ‘গোপন’ বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় সোনারগাঁয়ের একটি মাদ্রাসায় হেফাজত নেতাকর্মীরা ‘গোপন’ বৈঠক করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে। তারা সকলে হেফাজতের নেতাকর্মী।’
সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ সম্প্রতি স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন। পরে হেফাজতের নেতাকর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ ছাড়া ঘটনার দুইদিন পর স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করে।
আরো পড়তে পারেন>>>>হেফাজত সকল মাত্রা অতিক্রম করেছে : কাদের
এ সব ঘটনায় গত বুধবার হেফাজতের মামুনুল হককে প্রধান আসামি করে ৮৩ জনের নাম উল্লেখ করে পুলিশ দুটি মামলা করে। এ ছাড়া লাঞ্ছিত সাংবাদিক ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। তিন মামলায় অন্তত ৬০০ জনকে আসামি করা হয়। এ তিন মামলায় এখন পর্যন্ত ২৬ হেফাজত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।