কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পিছু হটে মিয়ানমারের গহীন জঙ্গলে পালিয়ে যায় পাচারকারীরা। ওই স্থান থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বুধবার (৭ এপ্রিল) রাতে উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। আর বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান, ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতা বাগান নামক স্থানে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। রাতে ৮-১০ জন চোরাকারবারি সীমান্ত এলাকা হতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যাদের লক্ষ্য করে গুলি চালায় তারা।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবির টহল দল ফেলে যাওয়া ওই ব্যাগ তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবির এ অধিনায়ক।