বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেস আলিবাবাকে ১৮ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ২৭৫ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে চীন।
রয়টার্স জানায়, একচেটিয়া ব্যবসাবিরোধী আইনে চীনা কর্তৃপক্ষ আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেডকে শনিবার (১০ এপ্রিল) এই জরিমানা করেছে।
অবশ্য টেকজায়ান্ট আলিবাবার জন্য এই অর্থের পরিমাণ বেশ ছোট-ই। ২০১৯ সালে তারা যে পরিমাণ মুনাফা লাভ করেছিল, এই জরিমানা তার তুলনায় চার শতাংশ মাত্র। আলিবাবা বলছে, জরিমানার বিষয়ে কথা বলতে সোমবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবে কোম্পানিটি।
বলা হচ্ছে, গত বছরের অক্টোবর থেকেই আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার ওপর চীন সরকারের নাখোশ থাকার বিষয়টি সবার সামনে চলে আসে।
ডিসেম্বরে আলিবাবার অ্যান্ট গ্রুপের তিন হাজার ৭০০ কোটি ডলারের আইপিও আটকে দেয় চীনা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন্স (এসএএমআর)।
চীনা এই বাণিজ্যিক কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৫ সাল থেকেই আলিবাবা বাজার নিয়ন্ত্রণ করে একচেটিয়া ব্যবসা করছে এবং অন্য প্রতিষ্ঠানের ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে।