প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দেশটিতে।
শুক্রবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই)’ জানিয়েছে আগস্টের মধ্যে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হতে পারে ৬ লাখ ১৮ হাজার ৫২৩। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রে প্রতি চারজন বয়স্ক মানুষের মধ্যে একজনকে করোনার টিকার ২ ডোজ সম্পন্ন করা হয়েছে। তবে করোনার নতুন রূপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে।
এ ছাড়া টিকা প্রয়োগ শুরু হওয়ায় অনেক রাজ্যে কড়াকড়ি আরোপ তুলে নেয়া হয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা শুরু করেছে।
এ অবস্থা চলতে থাকলে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবার বাড়তে পারে আশঙ্কাজনক হারে। সেটা ধরেই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এই জরিপ করেছে।