গত ৫ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। যা আজ রোববার (১১ এপ্রিল) শেষ হবে। এর দুই দিন পর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফা লকডাউন শুরু হবে। এ লকডাউন অনেক কঠোর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুই লকডাউনের মাঝে ১২ এবং ১৩ এপ্রিল দুই দিন সবকিছু খোলা থাকবে। এ দুই দিনে রাজধানী ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন লাখ লাখ মানুষ। এমন তথ্য জানা যায় পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে।
দ্বিতীয় দফা লকডাউন ২১ এপ্রিল পর্যন্ত চলবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পর পরিস্থিতির ওপর ভিত্তি করে লকডাউনের সময়সীমা বাড়তে পারে।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকার বাধ্য হয়ে পর পর দুই দফা লকডাউন দিচ্ছে। গত ৩ এপ্রিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৫ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লকডাউনের কথা জানান। এর পর থেকেই সাধারণ জনগণ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করে। লকডাউন, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা; সব মিলিয়ে লাখ লাখ মানুষ বাসে, ট্রেনে আর লঞ্চে করে শহর ছেড়েছে।
আবার ১৪ এপ্রিল থেকে লকডাউনের কথা শোনার পর থেকে আবারও মানুষ শহর ছাড়তে শুরু করেছে। এক জেলা থেকে আরেক জেলায় সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে শহর ছাড়ছে মানুষ।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী এবং ফকিরাপুল এলাকায় বিভিন্ন বাস কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১২ এবং ১৩ এপ্রিল লকডাউন না থাকায় ওই দুই দিনের টিকিট চাচ্ছে যাত্রীরা। কিন্তু এই দুই দিনে আন্তঃজেলা বাস চলবে কি না, সেটা এখনও নিশ্চিত হতে পারেনি বলে তারা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেননি।