ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার সংখ্যা দাঁড়াল ৫০-এ। এসব মামলায় নতুন করে আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে মোট ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় নতুন করে দুটি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট মামলা দাঁড়াল ৫০টিতে। এর মধ্যে সদর থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের সমর্থকরা।