সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেই ঝালকাঠিতে বাজার ও রাস্তাঘাটে জনসাধারণের ভীড় কমেনি। আজ দ্বিতীয় দিনে গাদাগাদি করেই শহরের প্রধান বাজারে মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি না মেনেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। অনেকেই মাস্ক ব্যবহার করলেও তা দেখা যায় গলা কিংবা থুতনিতে ঝুলতে। শহরের দোকানপাঠও কমবেশি খোলা রয়েছে। তবে বন্ধ রয়েছে কেবল পোশাকের দোকান।
ঝালকাঠি শহরের প্রধান বাজার ও চাঁদকাঠি চৌমাথা বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় ও লঞ্চঘাট এলাকায় গায়ে গায়ে মানুষের চলাফেরা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শহরের বাজারগুলোতে গাদাগাদি করে কেনাকাটা করে জনসাধারণ। কারো মুখে মাস্ক আছে, আবার কারো নেই। কেউ মানছেন না সামাজিক দূরত্ব। যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করলেও রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছে মানুষ।
এদিকে জেলা শহরে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান করলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি।