গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাঁচ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আলীগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, হবিগঞ্জের বাহুবলে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সানু মিয়া (৫৫) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪৩)।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়িতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালায়। এ সময় বসতঘরে প্রাচীন একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।