সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে দেশের আইনজীবীদের চলাচল করতে লাগবে না মুভমেন্ট পাস। তাদের পরিচয়পত্র থাকলেই চলবে।
রোববার (১৮ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওয়্যারলেসে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আইনজীবীদের চলাচলে মুভমেন্ট পাসের প্রয়োজন নেই। মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন তারা। তবে তাদের সংশ্লিষ্ট পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
এর আগে, দেশের আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত ঘোষণা করে নির্দেশনা জারির জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।