গাছের মালিক আব্দুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে বসত বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। তিন বছরের মাথায় ফল আসে। এবার গাছ পরিচর্চা করতে গিয়ে চোখে পরে লিচু সঙ্গেই একই ডালে একটি আমও হয়েছে।’
লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে ছোট ছোট লিচু। একটি থোকায় লিচুর সঙ্গে দেখা গেল একটি আম। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে।
গাছটি সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামের আবদুর রহমান মটকির। লিচু গাছে আম ধরার এই খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দেখতে আশপাশের গ্রাম থেকেও যাচ্ছেন দর্শনার্থীরা।
বাড়ির আঙিনায় লাগানো গাছটিতে লিচুর থোকায় ওই আমটি সবচেয়ে আগে আবদুর রহমানের নাতি হৃদয়ের চোখে পড়ে। তার কাছ থেকেই পাড়ার লোকজন এই বিরল গাছের বিষয়টি জানতে পারে।
খবরটি সত্যি কি না তা দেখতে এসেছেন ওই গ্রামের মোকারক আলী। তিনি বলেন, ‘এই প্রথম হামরা শুনলাম যে লিচু গাছত আম ধরছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। নিজের চোখেত দেখে বিশ্বাস করছি।’
ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাসান আলী বলেন, ‘প্রথমে গাছের মালিক যখন আমাদেরকে বলে আমরা বিশ্বাস করিনি। বরং উল্টা তাকে পাগল বলছি। পরে তার বাড়ি যায় দেখি ঘটনাটি সত্যি।’
বিরল লিচু গাছটির মালিক আবদুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে বসত বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। তিন বছরের মাথায় ফল আসে। এবার লিচু গাছে মন মতো মুকুল আসছে। গাছ পরিচর্যা করতে গিয়ে চোখে পরে লিচুর পাশে একই ডালে একটি আমও হয়েছে। এ যেন আল্লাহর নিয়ামত।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি শুনে গাছটি দেখতে গেছিলাম। আমি প্রথমে মনে করছি হয়তো লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়।
‘সত্যিই লিচু গাছে লিচুর সঙ্গে আম ঝুলছে। পুরো গাছে একটি আমই ধরেছে তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।’