বাগেরহাটর শরণখোলায় দুঃস্থদের ইফতার সামগ্রী বিতরণর তালিকা নিয় দ্বদ্বর জেরে দুই পক্ষর সংঘর্ষ হয়েছ।
এত নারীসহ উভয় পক্ষর ৯ জন আহত হয়ছন।
শুক্রবার (১৬এপ্রিল) সন্ধ্যায় উপজলার রায়দা ইউনিয়নর পূর্ব খাদা গ্রামে এঘটনা ঘটে।এতে উভয় পক্ষের মামলার প্র¯তি চলছে বলে জানা গেছ।
আহতরা হলেন আ. রহিম হাওলাদার (৪০), রবিউল ইসলাম (২৫), ফেরদৌস হাওলাদার (১৮), ফজলুল হক হাওলাদার (৬৫), সোহল হাওলাদার (৩৫), ইমন মাল্লা (১৪), ফরিদা বগম (৫০)। এদরক শরণখালা উপজলা স্বা¯্য কমপ্লক্স ভর্তি করা হয়ছ। এছাড়া, প্রতিপক্ষর আ. কাদর হাওলাদারক (৬৫) খুলনা মডিক্যাল কলজ হাসাপাতাল এবং সাকায়ত হাওলাদার (৪৫) উপজলা স্বা¯্য কমপ্লক্স চিকিৎসাধীন রয়ছন।
অভিযাগকারী মা. খলিল হাওলাদার বলন, আমার নিজস্ব অর্থায়ন নিজ গ্রামর দুঃ¯ ও অসহায় মানুষক রাজার ইফতার সামগ্রী দওয়ার জন্য তালিকা তরী করি। প্রতিটি প্যাকট এক হাজার টাকা মূল্যর মামলাম থাকব। এই খবর জানত পর তালিকায় স্বছল লাক ঢাকানার চষ্টায় ব্যর্থ হয় প্রতিপক্ষর কামাল হাওলাদার, আউয়াল হাওলাদার, সাকায়ত হাওলাদার, শহিদুল হাওলাদারসহ ১০-১২জন একজাট হয় আমাদর ওপর হামলা চালায়।
শরণখালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. সাইদুর রহমান জানান, উভয় পক্ষর অভিযাগ পাওয়া গছ। তদÍ কর আইনগত ব্যব¯া নওয়া হবে।