সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের হাতে দুইজন চিকিৎসকসহ কয়েকজন নার্স ও স্টাফ শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের ঘটে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সুত্রে জানাযায়, মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাজরাকাটী গ্রামের শাহাবুদ্দীন সরদারের স্ত্রী গর্ভবতী দিনা বেগম (৩০)কে জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য সকাল সাড়ে ১০টায় তালা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।বিকালে ওটিতে অপারেশন শুরুর পুর্বেই রোগীর অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার করা হয়। এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকেই দায়িত্বরত ডা: অতনু ঘোষ ও ডা: ফারহা ফেরদৌসীসহ নার্স ও স্টাফদের শারিরীকভাবে লাঞ্চিত করেন। হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।এদিকে রাতেই খুলনা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিনা বেগম মৃত ঘোষনা করেন।
প্রসুতি দিনা বেগমের দেবর গিয়াসউদ্দীন জানান , তার ভাবিকে সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়। হাসপাতালের নার্সদের কয়েক দফা অনুরোধ করলেও ডাক্তার পরে আসবে বলে জানায়।বিকেল ৪টার দিকে প্রসূতির অবস্থার মারাত্মক অবনতি হলে নার্সরা তড়িঘড়ি কর্তব্যরত চিকিৎসককে ডেকে আনেন। ডাক্তার এসে প্রসূতিকে সিজার করার সিদ্ধান্ত নেন। এ সময় তার শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করা হলেও প্রসূতি অজ্ঞান হয়নি। পরে তাকে আরও একটি চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। এ সময় প্রসূতি অবস্থা সঙ্কটাপন্ন হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে সিজার না করে প্রসূতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।গিয়াসউদ্দীনের দাবী ডাক্তাদের অবহেলা ও ভুল চিকিৎসায় তার ভাবি মারা গেছেন।তবে হাসপাতালের মধ্যে অপ্রতিকর ঘটনার জন্য তিনি দঃখ প্রকাশ করেন ।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ অতনু ঘোষ জানান, ওটিতে গর্ভবতী ঐ রোগীর বøাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় মেডিকেলে রেফার করা হয়। এ সময় রোগির স্বজনরা তাকে ও কর্তব্যরত মহিলা ডাঃ ফারহা ফেরদৌসীসহ নার্স ও স্টাফদের শারিরীকভাবে লাঞ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, রোগীর স্বজনদের হাতে চিকিৎসকসহ কয়েকজন নার্স ও স্টাফ শারীরিকভাবে লাঞ্চিতর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রসুতি মা মারা যাওয়ার খবরে হাসপাতালে ফের স্বজনদের উত্তেজিত হতে দেখা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা বিএমএর পক্ষ থেকে একটি সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতর ঢুকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মিদের শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।সাথে সাথে এই ধরনের হীন কর্মকান্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি ও হাসপাতালের স্বাস্থ্যকর্মিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের হস্তক্ষে কামনা করেছেন