কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের এক কৃষক আব্দুস ছালাম- জয়নব দম্পত্তির বাড়ির পিছনে লাগানো লাউগাছের একটি গিটে ছোটবড় মিলে ৩৫টি লাউ ধরেছে। লাউয়ের মাচাঁয় থোকার মতো ঝুলে আছে লাউগুলো। এই আশ্চর্য ঘটনা দেখতে ওই বাড়িতে উৎস্যুক জনতার ভীড়ের শেষ নেই।
কৃষক আব্দুস ছালামের স্ত্রী জয়নব বেগম জানান,নিজের হাতে লাউ গাছটির বীজ বপন করছেন তিনি। গাছটি বড় হওয়ার পর স্বাভবিকভাবে সব মিলে ৫০টির মতো লাউ ধরেছে। বড় হওয়ার পর নিজেরা কিছু খেয়েছেন এবং কিছু বিক্রি করেছেন।কিন্তু একটি মাত্র লাউয়ের গিটে এত গুলো লাউ ধরা দেখে তিনি নিজেও অবাক।
তিনি আরো জানান, দিন পনের আগে গাছটির একটি গিটে অসংখ্য ফুল আসে। সেই ফুল থেকে লাউ বেরিয়ে আসতে থাকে। এখন থোকার মতো করে লাউ ঝুলছে আছে৩৫ টি লাউ।
প্রতিবেশী জয়নাল মিয়া জানান, লোকমুখে শোনার পর সোমবার (২৬ এপ্রিল) লাউগুলো দেখতে ওই বাড়িতে গিয়েছিলেন। তিনি গুনে দেখেছেন এক গিটে ছোটবড় মিলে ৩৫ টি লাউ আছে। এরমধ্যে ২৫ টির মতো লাউ একটু বড়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, কোন জাতের বীজ থেকে একগিটে এই বিপুল সংখ্যক লাউ ধরেছে ওই কৃষক বা তার স্ত্রী বলতে পারেননি। তবে লাউ গুলোর ২০০-৫০০ গ্রাম ওজনের।এর মধ্যে চারটি লাউ নষ্ট হয়েছে।আমরা এই অস্বাভাবিক ঘটনার কারণ অনুসন্ধান করছি এবং গবেষণার জন্য ছবি তুলে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে পাঠিয়েছি।