পাবনার বেড়া উপজেলায় চলতি মৌসুমের গম ও ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার(২৮ এপ্রিল) দুপুরে বেড়া উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে ৪০০ কৃষক নির্বাচিত হয়েছেন। কৃষি কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষকের কাছ থেকে এক থেকে তিন টন পর্যন্ত গম ক্রয় করা হবে।
উন্মুক্ত লটারি উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মেসবাহ্ উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার। এছাড়াও সিএলএসডি মাসুদ রানা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য দেন, বেড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মসকর আলী। প্রধান অতিথি বলেন, আগে সিন্ডিকেট সদস্যরা কৃষকদের কাছ থেকে কার্ড কিনে গম, ধান খাদ্য গুদামে সরবরাহ করেছে। এতে কৃষকরা সরকারের ক্রয় সুফল থেকে বঞ্চিত হয়েছে। এবার যেন সিন্ডিকেট সে সুযোগ না পায় এবং প্রকৃত কৃষকরা যেন হয়রানির শিকার না হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার