কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ২য় তলার শিশু ওর্য়াডে খসে পড়েছে ছাদের পোলেস্তারা ।আতংকে দিন কাটাচ্ছে ঐ বিভাগের চিকিৎসা নিতে আসা অর্ধশত শিশু ও তাদের অভিভাবকরা। বৃহঃবার(২৯ এপ্রিল) সন্ধার দিকে শিশু ওয়ার্ডের ২য় তলার বারান্দায় হঠাৎ খসে পড়ে ছাদের পোলেস্তারা ।
এসময় কোন ধরণের দূর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে চান তার নিচে চিকিৎসা নিতে আসা নওশিদ তাবাচ্ছুমস নুবা নামের একটি শিশু । শিশুটির অভিভাবক সুরজিনা আক্তার বলেন,"গতকাল সন্ধার দিকে আমার বাচ্চা এখানে শুয়ে ছিলো,ছাদের পোলেস্তারা যখন খসে পড়ে ঠিক তার একটু আগে আমার শিশু আমার কোলে বসার কারণে সে কোনরকম দূর্ঘটনা থেকে বেঁচে যায় ।"
শিশু বিভাগের বারান্দায় চিকিৎসা নেয়া আরেক শিশু অভিভাবক লাকি আক্তার বলেন,"ছাদের যেখানে ফাটল দেখা দিয়েছে তার নিচে আমার শিশু আজ চিকিৎসা নিচ্ছে,আমি ভয়ে রয়েছি যে আবার এরকম ঘটনা ঘটে কি না ।"
শুক্রবার(৩০ এপ্রিল) সন্ধার দিকে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু ওর্য়াডের বারান্দার ছাদে কয়েকটি ফাটল দেখা গেছে,এছাড়াও পুরুষ বিভাগের ১ ও ২ নং ওর্য়াড,মহিলা বিভাগের ৫ ও ৬ নং ওর্য়াডের বারান্দা গুলোর ছাদের একি অবস্থা । সেখানকার পোলেস্তারা গুলোও খসে পড়তে পারে যে কোন সময় । এমতাবস্থায় দূর্ঘটনার আতংকে দিনকাটাচ্ছে সেখানকার চিকিৎসারত রোগীরা ।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ পুলক কুমার রায় কে একাধিকবার ফোন করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়ন