কুড়িগ্রামে ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে সদর উপজেলার মধ্যকুমরপুর বাক-শ্রবণ ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে সানিয়া অটিজম ভলগ এর সহযোগীতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রত্যেককে নতুন পোষাক ও সেমাই-চিনি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ ইউনুছ আলী, ভলগের প্রতিনিধি রোকনুজ্জামান রিপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।
লন্ডন প্রবাসী লুৎফর রহমানের প্রতিবন্ধী মেয়ে সানিয়া রহমানের নামে প্রতিষ্ঠিত সংগঠন ভলগ বিভিন্ন সময় প্রতিবন্ধীদের সহায়তা করে থাকেন।
মানবতার সেবায় এগিয়ে আসার আহবানে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউল রহমান বিপ্লব বলেন, আসন্ন ঈদুল ফিতরে অটিস্টিক শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এ প্রয়াস। এই দুর্যোগকালীন সময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।