ঈদ আনন্দ ভাগ করে নেয়া ঘরমুখো মানুষজন ছুটছেন গ্রামের দিকে।কিন্তু সেই আনন্দ এখন নিরানন্দ হয়ে দীর্ঘ ৩০ কিঃমিঃ যানজটের কারন হয়ে দাড়িয়েছে।মহাসড়কের এই যানযটে ভোগান্তিতে পড়ছে কর্মজীবি মানুষ জন।
সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার্শ্বে বাস যাত্রীদের অবস্থা দূর্বিষহ।টাঙ্গাইল করোটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু প্রায় ৩০ কিমি পর্যন্ত দাড়িয়ে আছে দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ অনান্য গন পরিবহন।
বুধ বার (১২ মে) সকাল থেকে মহাসড়কে এই রকম পরিস্থিতি দেখা যায়। রাতে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও ভোর থেকে ফের বেড়েছে।তবে যানজট নিরসনে পুলিশ কাজ করতে দেখা যাচ্ছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাজী অলিদ বলেন, ‘ভোর থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। এতে মহাসড়কের কোথাও কোথাও যানবাহন থেমে থেমে চলছে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু হতে করটিয়া পর্যন্ত মহাসড়কে ৩০ কিঃমিঃ জুড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।