ময়মনসিংহে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণ পরিবহনে অতিরিক্ত যাত্রী নেয়া ও পণ্যবাহী ট্রাকে যাত্রী বোঝাই করার দায়ে ৭ মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার(১২ মে) দুপুরে নগরীর চুরখাই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সুত্র জানায়, পণ্যবাহী ট্রাকে যাত্রী নেওয়া ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন দায়ে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে ৭ মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ময়মনসিংহ জেলা সদরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার।