কুড়িগ্রামের রৌমারীতে যৌতুকের দাবিতে আশকেতারা (২৭) নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) ওই গৃহবধূর বাবা আশরাফ আলী বাদী হয়ে মাসুদ মিয়াসহ ৬ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নির্যাতনের শিকার ওই গৃহবধূ রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিত আশকেতারা (২৭) উপজেলার শৌলমালী ইউনিয়নের চৎলাকান্দা গ্রামের আশরাফ আলীর মেয়ে।
গৃহবধূর বাবা আশরাফ আলী অভিযোগে বলেন,বিয়ের ১০ বছর থেকেই আশকেতারাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এর আগে যৌতুকের জন্য চাপ দিলে মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর বাড়ির লোকজনের চাহিদা মেটানো হয়। এতেও থামেনি তাদের বর্বরতা। ঘটনার দিন যৌতুক লোভী স্বামী মাসুদ মিয়া বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য চাপ দেন।
স্বামীর এ অন্যায় আবদারে অপারগতা প্রকাশ করেন ওই গৃহবধূ। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী মাসুদ মিয়া, শ্বশুর মনিজ্জামাল, ভাসুর মাইদুল ইসলাম মিলে এলোপাথারি মারপিট করেন। এতে মারাত্মক জখম ও রক্তাক্ত হন ওই গৃহবধূ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রৌমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, একটি অভিযোগ পেয়েছি। ওই গৃহবধূকে দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।