প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, হেনস্তাকারীদের বিচার এবং বিট্রিশ আমলের আইন বাতিলের দাবিতে কুড়িগ্রামে টানা ৪র্থ দিনের মতো আজও প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে ।
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটির ব্যানারে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণকমিটির রায়গঞ্জ শাখার সহসভাপতি আব্দুল মান্নান প্রধানের সভাপতিত্বে প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বল্প মানবিক সংগঠনের সভাপতি নুরুন্নবী মিয়া, গণকমিটির রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহালম মিয়া সহ স্থানীয়রা।
এ-সময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়নার মত। সাংবাদিকদের স্বাধীনভাবে দ্বায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দেশব্যাপী সাংবাদিক নির্যাতন আমাদের দেশের স্বাধীনতার উপর আঘাতস্বরুপ। যা মেনে নেয়া অসম্ভব।
বক্তারা আরও জানান, রোজিনা ইসলাম অনবরত স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতি নিয়ে রিপোর্ট করেছিলেন। দুর্নীতি বন্ধ না করে উল্টো তাকেই হেনস্তা করছে উক্ত মন্ত্রণালয়। আমরা তার মুক্তি দাবি করছি।
দ্রুত রোজিনা ইসলাম কে মুক্ত করা না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।