বানিয়াচংয়ে দীর্ঘদিনের বিরোধ সালিশ বিচারের মাধ্যমে নিস্পত্তি করে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। শনিবার (২২মে) দুপুরে উপজেলা সদরের ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত তারাসই গ্রামে ২ পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করে দেন তিনি। এভাবে নির্মোহচিত্তে সমাজপতিরা যদি গ্রামীণ বিরোধগুলো নিস্পত্তি করে দিতেন তাহলে মামলা-মোকাদ্দমাসহ সংঘর্ষ আর হতো না বলে মন্তব্য হচ্ছে এলাকাবাসীর।
সালিশ বিচারে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমেদসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, আমি চাই প্রত্যেক এলাকায় শান্তি বিরাজ করুক। যখন ঠুনকো কোন বিষয় নিয়ে মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের উপর হামলে পড়ে তখন খুব কষ্ট হয়।
এ থেকে উত্তোলনের জন্য আমি সালিশ বিচারের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি বিরোধগুলো নিস্পত্তি করে দিতে। এভাবে যদি এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা কাজ করেন তাহলে গ্রাম্য দাঙ্গাগুলো অনেকাংশে কমে যাবে। ফলে সমাজে শান্তি বিরাজ করবে।