দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত চলমান লকডাউন থাকবে।
তবে এ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে পারবে আন্তঃজেলা (দূরপাল্লার) বাস। হোটেল-রেস্তোরাঁ মোট আসনের অর্ধেক খালি রেখে চালু রাখতে পারবে।
রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৪ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। যা ৩০ মে পর্যন্ত চলবে।