শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৮ রানে তুলে নিয়েছেন তিনটি উইকেট। আর এই ৭ উইকেট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের সেরা ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের পর দুই নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এক নম্বরে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।মেহেদী হাসান মিরাজ ছাড়াও আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট তুলে নেয়ার পর গতকাল দ্বিতীয় ম্যাচেও বিধ্বংসী বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।গতকাল বল হাতে মাত্র ৬ ওভার বোলিং পেয়েছিলেন মুস্তাফিজ। এই ৬ ওভারে এক মেডেনসহ ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। এই মুহূর্তে ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছেন মুস্তাফিজ।