বানিয়াচং উপজেলার তিন মহল্লা ছান্দের অন্তভুক্ত গরীব হোসেন মহল্লার সর্দার নিয়ে দীর্ঘদিনের বিরোধ সালিস বৈঠকের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে।
বুধবার (২৬ মে) সকালে গরীব হোসেন ও কুতুবখানী (দুই মহল্লার) মসজিদ প্রাঙ্গণে তিন মহল্লা ছান্দ সর্দার ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে এ সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
মহল্লার হাজারো জনগনের উপস্থিতে উক্ত বৈঠকে জনমতের ভিত্তিতে আগামী ৬ মাসের মধ্যে একজন সর্দার নির্বাচনের সিন্ধান্ত হয় এবং ৬ মাসের জন্য অস্থায়ী ভাবে গরীব হোসেন মহল্লার প্রবীণ মুরুব্বি সিরাজুল ইসলাম ও উক্ত মহল্লার ৫/৬ বাজারে ফার্মেসি ব্যবসায়ী খেলু মিয়া এবং মহল্লার দুইজন ক্যাশিয়ার আমজাদ মিয়া ও পারভেজ মিয়ার কাছে মহল্লা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া), উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যাক্তিত্ব মজিবুল হোসেন মারুফ, পাঁচ মহল্লা ছান্দ সর্দার ও মেম্বার হাজী রশিদ মিয়া,শেখের মহল্লার সর্দার মুক্তাকিন বিশ্বাস, কালিকাপাড়া মহল্লার সর্দার ও সাংবাদিক আঙ্গুর মিয়া, ৫/৬ নং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল হোসেন, ৫/৬নং বাজার মসজিদের ইমাম ও খতিব মাও জিতু মিয়া, আদমখানী মহল্লার সর্দার জয়নাল মিয়া, কুতুবখানী মহল্লার সর্দার আফরিন মিয়া, চানপাড়া মহল্লার সর্দার রাসেল মিয়া, তিন মহল্লা ছান্দের ক্যাশিয়ার ও সাংবাদিক তৌহিদুর রহমান পলাশ, পঞ্চায়েত ব্যাক্তিত্ব হাজী ময়না মিয়া, জয়নাল আবেদিন ও মাসুক ঠাকুর প্রমূখ।
সালিশ বৈঠকে বক্তাগণ বলেন, অতীতের তিক্ততা ভুলে শান্তিপূর্নভাবে সকলের অংশগ্রহনের মাধ্যমে মহল্লার উন্নয়ন পরিচালনা সহ যাবতীয়
কাজ করার এবং মহল্লায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুন্দর পরিবেশ তৈরী করার আহবান জানান।