কুড়িগ্রামের রৌমারীতে বালুভর্তি ট্রাক্টরের চাপায় জাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকালের দিকে উপজলার দঁাতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী (নিমার্ণাধীন পূর্ণবাসন-আশ্রয়ণকদ্র) নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল উপজেলার চরশৈলমারী ইউনিয়নের পাখিউড়া বাজারসহ ওহদনগর গ্রামের মহিয়ার মিয়ার ছেলে। নিহত যুবক ওই বালুভর্তি ট্রাক্টরের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ট্রাক্টরযোগে বলদমারা ঘাট থেকে বালু মজিবর্ষের আশ্রয়ণ কেন্দ্রে বালুভর্তি ট্রাক্টর নিয়ে পৌঁছে। পরে ট্রাক্টর থেকে বালু নামানোর সময় ট্রাক্টরটি উল্টে যায়। এক পর্যায়ে বালুর নিচে চালক চাপা পড়লে আশপাশে থাকা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এতে আহত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতের লোকজন তাকে রংপুরের উদ্দেশ্যে নেওয়ার পথে ফলুয়ার চরে নৌকা ঘাটে তার মত্যু হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।