করোনা মহামারী প্রার্দূভাবে মানুষের জীবন ব্যবস্থা নিয়ে জন মানুষ যখন আতঙ্কিত, ঠিক তখনেই কোয়ারান্টাইনে থাকা সৌদি আরব ফেরত বাংলাদেশীদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা পাশে দাড়িয়ে এক অনন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সরকার।
এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার (২৭ মে) নিজ দফতরে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।
সরকারি ব্যবস্থাপনায় সৌদি ফেরত প্রবাসীদের পাশে দাড়ানোয় সরকারে মানবিকতার দৃষ্টান্তে কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছে কোয়ারেইন্টাইনে থাকা বাংলাদেশী জন সাধারণ।
দফতর সুত্রে জানা যায়,সৌদি আরবে ফেরত যাওয়া প্রবাসীদের জন্য সেখানকার হোটেলে কোয়ারেন্টাইন এর ব্যবস্থা সরকারি উদ্যোগে করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কিংবা বিমান বাংলাদেশ থেকে তালিকা নিয়ে এ ব্যবস্থা নেবে রিয়াদে বাংলাদেশ মিশন। হোটেলে খরচ বেশি লাগলে সরকার ভর্তুকিও দেবে।প্রবাসীদের ভোগান্তি ও কষ্ট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘আমি আমাদের মিশন ও রাষ্ট্রদূতকে বলেছি, আপনারা যারা এখান থেকে যাবে তাদের লিস্ট প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা বিমান দেবে, যারা যারা যাবে তাদের নাম পাঠালে মিশন থেকে হোটেলের ব্যবস্থা করবে।’প্রবাসীদের টিকা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে জানিয়ে মোমেন বলেন, ‘একটা প্রস্তাব এসেছে, যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের অধিকাংশের বয়স ২০-৪০ বছরের মধ্যে। কিন্তু আমাদের ডোজ যেটা, এটা ৪০ বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য ‘ এ বিষয়ে শুক্রবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।