শহরের আমতলা সড়কে ঝালকাঠি জেলা যুবদল ,ছাএদল ও
স্বেচ্ছাসেবকদলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর আলম গিয়ার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলার সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিন সহ শহর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলার সাবেক সাধারন সম্পাদক অহিদুল ইসলাম বাদল, নজরুল ইসলাম শাহীন তালুকদার, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন ও ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার ইতিহাস বিকৃতি করছে। যতই ষড়যন্ত্র হোক মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান কখনোই মুছে ফেলা যাবে না। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তিনি স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন বিএনপি নেতারা। তারা আরো বলেন অবৈধ বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আলোচনা, দোয়া ও মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।