করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা শুরু হয়েছে। সোমবার (৩১ মে) দেশের তিনটি ভেন্যুতে খেলা হচ্ছে। প্রথম দিনের খেলায় অংশ নিচ্ছে ১২টি দল।
এ দিন সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে পারটেক্স, যদিও তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের অষ্টম ওভারে ৪৫ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে পারটেক্স, মেহেদি হাসান রানা দুই ও তাইজুল ইসলাম নিয়েছেন এক উইকেট।
বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে ওল্ডডিওএইচএস স্পোর্টস ক্লাবও, তাদের শুরুটা মন্দ হয়নি। ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৬ রান করে আউট হলেও অষ্টম ওভারে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে দলটি।
বিকেএসপির অন্য মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, ব্যাটিংয়ে নেমে প্রাইম দোলেশ্বরকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। ২৫ বলে দুই চার ও দুই ছক্কায় ২৬ রান করে আউট হন মিজানুর, দোলেশ্বরের সংগ্রহ অষ্টম ওভারে এক উইকেটে ৫৪ রান।
সবগুলো ম্যাচই সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘বিসিবি লাইভ’। দিনের বাকি ম্যাচগুলো শুরু হবে বেলা দেড়টায়, মাঠে নামবে মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামালের মতো ফেভারিটরা।