বুধবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মোজাম্মেল হক বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।’
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত করা হয়েছিল। এরা হলেন- নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দীন খান।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় নুর চৌধুরীকে বীর বিক্রম, শরিফুল হক ডালিমকে বীর উত্তম এবং রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দীন খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল।