আগামীকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস । দিবসটি উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয় কুড়িগ্রামের পরিবেশবাদী সংগঠন অরণ্য।
শুক্রবার(৪ জুন) বিকেলে কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত ৩০ টি ফুরুস ফুলের গাছ রোপণ করা হয় সংগঠনটির উদ্যোগে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা । এসময় পুলিশ সুপার বলেন,"আমরা সবাই গাছ শুধু কেটে ফেলি,গাছকে ভালোবেসে রোপণ করি না,যা সত্যি দুঃখজনক ।
পরিবেশকে ভালোবেসে আমাদের প্রত্যেককে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করা উচিৎ ।"
বৃক্ষরোপন এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন,অতিরিক্ত সদর সার্কেল পুলিশ সুপার উৎপল রায়,কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ বেগম,সংগঠনটির উপদেষ্টা মুনসুর আলী, সহ সভাপতি সোহানুর রহমান,সাধারন-সম্পাদক আসাদুজ্জামান আকাশসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা ।
সংগঠনটির সহ-সভাপতি সোহানুর রহমান বলেন, "উন্নতবিশ্বে গাছকে সংরক্ষণ করে উন্নয়ণ কাজ করা হয়।বা গাছ সরানোর প্রয়োজন হলে তা আধুনিক প্রযুক্তিতে সরিয়ে অন্যত্র রোপন করা হয়।তারা পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার প্রধান উপকরণ গাছকে বাঁচিয়ে রাখে,আমরা তা কর্তন করি মহা আনন্দ নিয়ে।তারপর আশা জাগে মনে যখন আমাদের দেশের কিছু শহর,রাস্তা সুন্দরভাবে গাছে সজ্জিত হয়।অক্সিজেন চাই,চাই প্রকৃতির বিচিত্র সৌন্দর্য,তাই আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।"
উল্লেখ্য- পরিবেশবাদী এই সংগঠনটি কুড়িগ্রামে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৭ হাজার বৃক্ষরোপনসহ পরিবেশ রক্ষার্থে নানা উন্নয়নমূলক কাজ করে আসছে ।