ঝালকাঠিতে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্ত্বরে শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান , জেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশসের সভাপতি শংকর মুখার্জী, সাধারন সম্পাদক নাদিম মাহমুদ
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উন্নত জাতের প্রানী প্রদর্শনের মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা তৈরি করা, বিজ্ঞান ভিত্তিক লালর পালন কৌশল অবহিত করার মাধ্যমে জন সাধরনের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চত করার লক্ষ্যে এর আয়োজন করা হয়।
মেলায় সদর উপজেলার অর্ধশত খামরীর উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির সেীথীন পাণি প্রদর্শনী করা হয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রানীজাত পন্যের, খাদ্য ঔষধের ষ্টল। রয়েছে বিভিন্ন প্রনির টিকা, চিকিৎসাসেবা সহ লালন পালন বিষয়ক সেবা পরামর্শ। এ উলক্ষ্যে খামারীদের মধ্যে কৃমিনাশক ঔষধ বিতরন করা হয় দেয় হয়ে উন্নত জাতের ঘাষ চাষের প্রশিক্ষনসহ কাটিং বিতরন।