ঝালকাঠির রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নেই জমে উঠেছে নির্বাচনী আমেজ। অলিতে গলিতে চলছে প্রচার-প্রচারণা, চলছে উঠান বৈঠক। প্রতীক পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় প্রার্থীরা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তাঁরা। নিচ্ছেন স্ব স্ব ইউনিয়নবাসীর খোঁজ খবরও ।
এদিকে উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়ন বাসীর ভালোবাসা নিয়ে বিউটি সিকদার নৌকার প্রতীকে চেয়ারম্যান পদে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের গন্ডি পেড়িয়ে তিনি ইতি মধ্যেই উপজেলা বাসীর মনে স্থান করে নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১২ জুন (শনিবার) বিকেলে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় নৌকা মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান এর সভাপতিত্বে ও মোবাশ্বের, ইউপি সদস্য মনির হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল তেওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক ফয়সাল মৃর্ধা, সহ সভাপতি সৈয়দ রিগান, উপজেলা আ’লীগ সদস্য মোকাম্মেল হোসেন মৃর্ধা ও সিদ্দিক সিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ইউনিয়ন বাসীর কাছে দলের মনোনীত নৌকা মার্কার প্রতিকের প্রার্থী বিউটি সিকদারের পক্ষে ২১ জুন ভোট কামনা করেন।