হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯” যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালণায় এ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে (ভার্চুয়াল) যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মুনিরা সুলতানা।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।
এসময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মামুন মোল্লা, চেয়ারম্যান শামছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ওয়ারিশ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মো : রেখাছ মিয়া, ডাঃ সালাহউদ্দিন সজিব, ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন কর্মকর্তা সৈয়দ আহমদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দাল মিয়া ও নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন প্রমুখ।
সমন্বয়কের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।