হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুন) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে
বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে উঠা একটি দল। এ দেশের সব অর্জনের সঙ্গে এই দলের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন,দেশ পরিচালনার প্রায় সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তিনি বেঁচে থাকলে দেশকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে পারতেন। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্নপুরণের লক্ষ্যে গণমানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমে দেশকে অদম্যগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়,যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয় লিলু,আহাদ মিয়া,শাহজাহান মিয়া,ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল,কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন লাল মিয়া,ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক প্রমুখ ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠেনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।