কুড়িগ্রামে পৃথক ঘটনায় 'অপহরণের' শিকার দুই কিশোরীকে (১৭) গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে শনিবার (২৭ জুন) কুড়িগ্রামে নিয়ে আসে সদর থানা পুলিশের দুটি দল।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এজাহার সুত্রে জানা যায়, গত ১৫ই মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কিশোরী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল কাদের এর পুত্র জাবেদ আলী জড়িত বলে অভিযোগ ওঠে। পরে নিখোঁজ কিশোরীর পরিবার জাবেদ আলীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করে। এ ঘটনায় নিবিড় তদন্ত করে প্রায় তিন মাস পর 'অপহৃত' কিশোরীকে গাজীপুরের কোনাবাড়ী থেকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্ত জাবেদ আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, পৃথক একটি ঘটনায় গত ৫ জুন কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কিশোরী (১৬) নিখোঁজ হয়। এ ঘটনায় কিশোরীর খালাতো ভাই ও জেলার নাগেশ্বরী উপজেলার বালাশী গ্রামের ফজলুল হকের পুত্র শরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে 'অপহৃত' কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের কুড়িগ্রামে নেওয়া হয়।
পুলিশ জানায়, দুই কিশোরী 'অপহরণের' ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি খান মো.শাহরিয়ার জানান, দুই কিশোরী বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। গ্রেফতার যুবকসহ দুই কিশোরীকে রবিবার আদালতে নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।