কানে কম শুনায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্বের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগীতে মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ব।
নিহত বৃদ্ধের নাম সোনা মিয়া (৮০)। তার বাড়ি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে।
এলাবাবাসি জানায়, সকালে সোহাগী রেলক্রসিং সংলগ্ন এলাকায় সোনা মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই একটি স্পেশাল ট্রেন বারবার হুইসেল দিলেও সোনা মিয়া রেললাইনের ওপর হাটছিলেন। পরে সোনা মিয়া ট্রেনের নিচে পড়ে মারা যান। খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্বের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সোনা মিয়া কানে কম শুনতেন। ট্রেন আসায় শব্দ না শোনায় কাটা পড়ে মারা গেছেন তিনি।
কিশোরগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।