কুড়িগ্রামে দ্বিতীয় মেয়াদের লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউনের বিধিনিষেধ না মানায় ৫৭টি মামলায় ৭৩ হাজার ৮শ ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ তথ্য জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অামিনুল ইসলাম বুলবুল।
তিনি জানান, জেলায় কঠোরভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বিভাগ সহ আনসার সদস্যরা দ্বিতীয় মেয়াদের লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। এর মধ্যে যারা নিয়ম মানেননি এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির আওতায় আনা হয়েছে।
আজ ৫৭টি মামলায় ৭৩ হাজার ৮শ ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ছ