আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) এবং ইমামগণ মানুষের সমস্যা সমাধানের জন্য বহু সহজ পদ্ধতি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি পন্থা রয়েছে যা পালন করলে নিরানব্বই টি সমস্যার সমাধান হবে। মহানবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) বলেছেন, "লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহিল আলিউল আযিম" («لا حول و لا قوّة الاّ باللّه ») পাঠ করলে মানুষের নিরানব্বই টি ব্যথার চিকিৎসা হয়। যার সবচেয়ে সহজ ব্যথাটি হচ্ছে বিষাদ। মহানবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) বলেছেন:
رسولُ اللّهِ صلى الله عليه و آله: «قَولُ : «لا حَولَ و لا قُوّةَ إلاّ باللّه ِ» فيهِ شِفاءٌ مِن تِسعَةٍ و تِسْعينَ داءً ، أدْناها الهَمُّ.»
"লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহিল আলিউল আযীম নিরানব্বই টি রোগের প্রতিষেধক, সেগুলোর সহজতম রোগ দুশ্চিন্তা। হাকিম, আল-মুসতাদরাক ১/২৭২; মিযানুল হিকমা, ৩য় খণ্ড, পৃ: ৬৯। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রসুল (সাঃ) বলেছেন: তোমরা বেশি বেশি চিরস্থায়ী নেক কর্মগুলো কর। সাহাবিগন প্রশ্ন করলেন, এগুলো কি?
তিনি বললেন: তাকবীর- "আল্লাহু আকবর" তাহলীল- "লা-ইলাহা ইল্লাল্লাহ" তাসবীহ-"সুবহানাল্লাহ" "আলহামদুলিল্লাহ" এবং লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহিল আলিউল আযিম। যে ব্যক্তি প্রত্যহ ১০০ বার "লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহিল আলিউল আযীম" পাঠ করবে সে কখনো দরিদ্র থাকবে না।