ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৫ জনের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১০ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনয় যারা মারা গেছেন তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের কোহিনূর (৪০) অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০), টাংগাইলের মধুপুরের আবু সাঈদ (৬০)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের দাপুনিয়ার আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গৌরীপুরের রফিক (৫০), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), নেত্রকোনার আবুল হোসেইন (৬৫), পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুরের নকলার এনামুল হক (৬৫)। ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৮১ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।