মনোহরদীতে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (এমপি)। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ব্যাংকটির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (এমপি)।
উপজেলা পরিষদ হলরুমে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, গ্রামের ক্ষুদ্র আয়ের লোকজন যাতে ঋণের জালে জড়িয়ে না পড়ে, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেছেন। তারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বড় আকারের পুঁজিতে পরিণত করতে পারবে এই ব্যাংকের মাধ্যমে। ইতোমধ্যে এই ব্যাংক সেই আস্থা অর্জন করেছে।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় এখন করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে। যার প্রেক্ষিতে দেশে একযোগে টিকাদান শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, মনোহরদী পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক তাওহীদুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।