হবিগঞ্জের মাধবপুরে লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে দেখা গেছে উপজেলা প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রোববার (২৫-জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে উপজেলা প্রশাসন পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার মাঠে সক্রিয় রয়েছে চলছে ভ্রাম্যমান আদালত উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলা ৫টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় ১ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এছাড়াও লকডাউন বাস্তবায়নের জন্য
পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রবেশ মুখে ১টি স্থায়ী চেকপোষ্ট ও উপজেলা বিভিন্ন স্থানে মোবাইল টিম কাজ করছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনেও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী পুলিশ আনসার যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়, পাশাপাশি অপ্রয়োজনে ঘর হতে বের না হবার ও সার্বক্ষণিক মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে আহবান জানান এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।