ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৬জনের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ২শ ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নওমহল এলকার আবদুল আউয়াল (৭২), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনার আবদুল আজিজ (৭০) ও হামিদা খানম (৮৫), টাংগাইলের কালীহাতির হাবিবুল্লাহ (৫৮)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০) ও মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতির আবদুর রহমান (৭৮), কিশোরগঞ্জের রাশিদা (৬০)।ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৯০ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।
শুক্রবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২শ ০৭ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১০১ জন ও আরটিপিসিআর টেস্টে ১০৬জন রয়েছেন।এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ৭৬জন, নান্দাইলে ৬জন, ঈশ্বরগঞ্জে ৩জন, গৌরীপুরে ১৭জন, ফুলপুরে ২৮জন, তারাকান্দায় ৪জন, হালুয়াঘাটে ১৯জন, ধোবাউড়ায় ৩জন, মুক্তাগাছায় ২৮জন, ফুলবাড়িয়ায় ১১ জন, ত্রিশালে ৯জন ও ভালুকায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।