বানিয়াচং প্রতিনিধিঃ
বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের প্রথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও উদীয়মান খেলোয়ারদের সম্মাননা এবং বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এবং নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিন্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,আহাদ মিয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল।তিনি একজন মুক্তিযোদ্ধা,ক্রীড়া সংগঠক ও অমায়িক মানুষ ছিলেন।তার হাতে ১৯৭২ সালে দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেড। এই ক্লাব এখন দেশ – বিদেশে সাফল্য অর্জন করছে। তারই দেখানো পথ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিক ভাবে সাফল্য অর্জন করছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন শেখ কামাল । তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। যুদ্ধকালীন সময়ে জেনারেল আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প ( এডিসি) হিসেবে কাজ করেন। শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ছিলেন আবাহানী ক্লাবের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।